জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ফরম ফিলাপ, রেজাল্ট, নোটিশ, লগিন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থীরা ভর্তি হতে চাচ্ছেন সেইসব প্রার্থীদের জন্য শুভকামনা রইল ।

এই পেজে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির সমস্ত লিংক পাবেন। ভর্তির আবেদন থেকে শুরু করে ভর্তির সার্কুলার, ভর্তির নির্দেশনা, অ্যাকাউন্ট লগইন, এছাড়া ভর্তির রোল ও পিন নম্বর পুনরুদ্ধার করতে পারবেন। অনার্স, মাস্টার্স, প্রফেশনাল, ডিগ্রী পাস কোর্স, এম.বি.এ, এমফিল, পিএইচডি সমস্ত লিংক পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ  স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন ২২ জানুয়ারি বিকাল ৪টা থেকে শুরু হয়ে ১১ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।

আবেদনের সতর্কতা ও পূর্ব প্রস্তুতি

আবেদনের লিংকে ঢুকলে আবেদনের সার্কুলার (Admission Circular) এবং নির্দেশনার (Admission Guideline) পিডিএফ ফাইল পাবেন। ভালভাবে স্টাডি করুন। তাহলে কোন ভুল হবে না।

আপনি ব্যবসায়ী হলে ক্যান্ডিডেট থেকে নমুনা ফরম পূরণ করে নেয়া ভাল। ছবি  সঠিক মাপে সাইজ করে নিবেন। ফরম পূরণের সময় আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ হবে 120×150 pixels, Image Type: jpg এবং maximum file size: 50KB. আবেদনকারীর ছবি ব্যতীত অন্য কোন ছবি প্রাথমিক আবেদন ফরমে আপলোড করা হলে ঐ আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদনের সময় অবশ্যই ভর্তি রোল, পিন নম্বর, পাসওয়ার্ড, মোবাইল নম্বর ডাইরিতে Save করে রাখবেন। শুধু তাই নয় আপনার যেকোন একান্টের (যেমন Gmail) Password save করে রাখবেন। তাহলে আর ভুগান্তিতে পরতে হবে না।

বেস্ট অনলাইন ক্যালকুলেটর: (ছবির উপর ক্লিক করুন)

সাধারণ ক্যালকুলেটরের পাশাপাশি সায়েন্টিফিক ক্যালকুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। ব্যবহার করতে ছবির উপর ক্লিক করুন। তাহলে আপনাকে লিংকে নিয়ে যাবে।

Age Calculator (বয়স হিসাব করুন):

বয়স হিসাব করার জন্য এটি একটি দুর্দান্ত অনলাইন টুলস। আপনাকে জন্মতারিখ এবং যে তারিখে বয়স হিসাব করতে চান সেই তারিখ ইনপুট করতে হবে। তাহলে আপনার বয়স বের করতে পারবেন। আপনি আপনার বয়স বছর, মাস, সপ্তাহ এবং দিনে কনভার্ট করতে পারবেন।

Calculate Your Age To Given Date
Your Birth Date (From Date)
To Date

Background Remove/Change : (ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তনসহ যেকোন অংশ মুছে ফেলুন)

জাস্ট ওয়াও! এক ক্লিকেই যেকোন ছবির Background মুছে ফেলুন। সেই সাথে ইচ্ছা করলে নতুন Background যুক্ত করতে পারবেন। এছাড়া ছবির যেকোন অপ্রয়োজনীয় অংশ মুছে দিতে পারবেন। যেমন ছবির উপর স্ট্যাপ্লারের পিন।

প্রথমে আপনার কাংখিত ছবি Upload করুন।

Image Tools (ছবির কাজগুলো অনলাইনেই করুন)

PDF Tools (পিডিএফ টুলস)

Gmail/Email/ইমেইল

আপনার ইমেইলে প্রবেশ করার জন্য আর লিংক খুঁজতে হবে না। এই লিংকে ঢুকলেই সরাসরি আপনার ইমেইলে প্রবেশ করতে পারবেন। তবে সেজন্য আপনার ইমেইলে Sign in করা থাকতে হবে। তা না হলে অবশ্যই আগে Sing in করতে হবে।

Result- JSC/SSC/HSC/Diplopa

জিপিএ সহ গ্রেড শীট পেতে লিংকে ক্লিক করুন। প্রতিটি বিষয়ের আলাদা আলাদা জিপিএ জানতে পারবেন। এছাড়া নাম, স্কুলের নাম এবং জন্ম তারিখ শো করবে।

Mobile to PC Instant File Transfer (মোবাইল-পিসি অথবা পিসি-মোবাইল তাৎক্ষণিক ফাইল ট্রান্সফার)

কোন ধরনের ঝামেলা ছাড়া আপনার মোবাইল থেকে বিশ্বের যেকোন কম্পিউটারে তাৎক্ষণিক ফাইল পাঠানোর জন্য প্রথমে আপনার মোবাইলে Play Store থেকে “Send Anywhere” নামক App ইন্সটল করুন। তারপর আপনার কাঙ্ক্ষিত ফাইল সিলেক্ট করে Send বাটনে প্রেস করুন। এতে আপনি একটি কোড নম্বর পাবেন।

এরপর আপনার পিসির ব্রাউজার থেকে https://send-anywhere.com/ লিংকে প্রবেশ করুন। Receive অপশনে কোডটি লিখে ডাউনলোড বাটনে ক্লিক করুন। ইন্সট্যান্ট ফাইল ডাউনলোড হবে।
***তবে কোন কোড ছাড়া ফাইল ডাউনলোড করতে চাইলে আপনার gmail দিয়ে রেজিস্ট্রার করে নিবেন। App এবং Software link https://send-anywhere.com/file-transfer

Bangla Font Download (বাংলা ফন্ট ডাউনলোড)

বিভিন্ন ধরনের স্টাইলিশ বাংলা ফন্ট ব্যবহার করতে লিংকে প্রবেশ করেন। এখানে ফ্রি এবং প্রিমিয়াম দু ধরনের ফন্ট পেয়ে যাবেন।

প্রাইজ বন্ড চেক

গুরুত্বপূর্ণ লিঙ্ক