মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ড ভিত্তিক সমস্ত কাজ

নিম্নমাধ্যমিক/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিআইবিএস পরীক্ষার
(ক) সনদ/সাময়িক সনদ/নম্বর পত্র/প্রবেশপত্র/ একাডেমিক ট্রান্সক্রিপ্ট পরিবর্তন/ইংরেজিতে প্রয়োজন হলে আবেদন করুন।
(খ) মূল সনদ/নম্বরপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/প্রবেশপত্র হারিয়ে/পুড়ে/নষ্ট হয়ে গেছে।
তাই দ্বি-নকল/ত্রি-নকল/চৌ-নকল সনদ/নম্বর পত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/প্রবেশপত্র/বি.পি রেজিঃ ইত্যাদির জন্য আবেদন করুন।
আবেদন ফরম এখান থেকে ডাউনলোড করুন।
বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের লিংক

আবেদনের পূর্বে অবশ্যই নিচের ডকুমেন্টস সংগ্রহ করতে হবে।
ক) নাম সংশোধন ফি ৫০০/- টাকা বোর্ডের ওয়েব সাইট থেকে সোনালী সেবা ফরম পূরণ করে প্রিন্ট কপি একই দিনে সোনালী ব্যাংকের যে কোন শাখায় জমা দিয়ে বোর্ডের অংশ আবেদনের সাথে দাখিল করতে হবে।
খ) ২০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পিতা কর্তৃক ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট / নোটারি পাবলিকের নিকট তার সন্তানের (সংশ্লিষ্ট ছাত্র/ছাত্রীর) পিতার/মাতার নাম সংশোধন অ্যাফিডেভিট করতে হবে এবং মূল কপি জমা দিতে হবে। পিতা মৃত হলে মাতাকে অ্যাফিডেভিট করতে হবে। পিতা ও মাতা উভয়ই মৃত হলে আইনানুগ অভিভাবক অ্যাফিডেভিট করতে পারবে, তবে আইনানুগ অভিভাবকত্ব সম্পর্কে জেলা জজের সার্টিফিকেটও জমা দিতে হবে। নিজের নাম সংশোধনের ক্ষেত্রে নিজেই অ্যাফিডেভিট করতে পারবে, তবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ বা তার বেশি হতে হবে। অ্যাফিডেভিটে রেজি. নং, পাসের সাল, রোল নম্বর, বোর্ডের নাম এবং সংশোধনের বিষয় পরিষ্কার উল্লেখ থাকতে হবে ।
গ) হলফকারী কর্তৃক প্রার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম সংশোধনের জন্য পত্রিকার বিজ্ঞপ্তির (পত্রিকার নাম ও তারিখ উল্লেখ করে) মূল কাটিং জমা দিতে হবে।
ঘ) নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেটের (মুল সনদ না থাকলে মার্কসিট) সত্যায়িত কপি ।
ঙ) জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজি. কার্ড/প্রবেশপত্র/ট্রান্সক্রিপ্ট/মূল সার্টিফিকেট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক সত্যায়িত কপি জমা দিতে হবে।
চ) শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ১ (এক) কপি সত্যায়িত ছবি জমা দিতে হবে।
ছ) বিদ্যালয়/কলেজে ভর্তি রেজিস্টারের সত্যায়িত কপি, পিইসি সনদ, পিতা/মাতা/ভাই/বোনের সনদের সত্যায়িত কপি, মায়ের নিকাহনামা/বিদেশে নাগরিকত্বের প্রামাণ্য কাগজ/ভিসা/ড্রাইভিং লাইসেন্স/জাতীয় পরিচয়পত্র / জমির পর্চা/টিআইএন সার্টিফিকেট/ সার্ভিস বহি/কাজে যোগদানের নিয়োগপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।
জ) আবেদন জমাদানের সময় দাখিলকৃত কাগজপত্রের মূলকপি সাথে থাকতে হবে।
সংশোধনের আবেদন ফরম এখান থেকে ডাউনলোড করুন।
বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের লিংক

আবেদনকারী নিজ হাতে আবেদন ফরম পূরণ করবেন। ব্যক্তির ক্ষেত্রে প্রতি কপি ২৫ (পঁচিশ) টাকা এবং প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতি কপি ৫০ (পঞ্চাশ) টাকা হারে সোনালী ব্যাংকের যেকোন শাখা থেকে সোনালী সেবার মাধ্যমে জমা দিতে হবে এবং প্রত্যেক ধরনের সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র নূন্যতম ৪ কপি করতে হবে ।

অনলাইনে Sonali Seba এর মাধ্যমে ফি জমাদানের নিয়মাবলিঃ
১. প্রথমে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) প্রবেশ করে Home page থেকে Sonali Seba মেনুতে Click করলে সোনালী সেবার মাধ্যমে ফি প্রেরণের তথ্য ফরমটি পাওয়া যাবে ।
২. ফরমটির তথ্যাদি পূরণ করে Save বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ফি প্রেরণের আবেদন ফরম পাওয়া যাবে। ফরমটি প্রিন্ট করে নিয়ে সোনালী ব্যাংকের যে কোন শাখায় ফি জমা দিয়ে জমা প্রদানকারীর অংশ ও বোর্ডের অংশ সংগ্রহ করতে হবে।
৩. পরবর্তীতে ফি জমাদানের প্রমাণক (বোর্ডের অংশ) অন্যান্য কাগজপত্রের সংগে বোর্ডের সংশ্লিষ্ট শাখায় জমা প্রদান করতে হবে।
৪. প্রতিষ্ঠানের EIIN ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Home page এর Institute website থেকে পাওয়া যাবে ।
EIIN নম্বর খুঁজুন
৫. যারা একাধিক পরীক্ষার সনদপত্র/একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র সত্যয়ন করতে চান তারা যে কোন একটি পরীক্ষার নির্বাচন করুন এবং ঐ প্রতিষ্ঠানের EIIN নম্বর বসান ।
৬. Amount এর Box এ মোট টাকার পরিমাণ (ব্যক্তির ক্ষেত্রে মোট কপির সংখ্যা x 25/- অথবা প্রতিষ্ঠানের ক্ষেত্রে মোট কপির সংখ্যা x 50/-) বসাতে হবে ।
বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের লিংক

ভর্তি বাতিলের শর্ত ও নিয়মাবলিঃ
১। ফরম পূরণ করে প্রতিষ্ঠান প্রধানের সুপারিশসহ জমা দিতে হবে।
২। ভর্তি বাতিলের প্রামাণ্য কাগজপত্র আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে। যেমন:
(ক) বিদেশে চাকুরি ও পড়াশুনার জন্য বৈধ ভিসা, পাসপোর্টের সত্যায়িত কপি, ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের সুযোগ পাওয়া সংক্রান্ত প্রামাণ্য কাগজপ্রত্রাদির সত্যায়িত কপি।
(খ) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা/ভর্তির সুযোগ পেয়ে থাকলে পরীক্ষার ফলাফলের অনলাইন কপি জমা দিতে হবে।
(গ) অথবা অনুমোদিত বেসরকারি কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা/ভর্তির সুযোগ পেয়ে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র এবং ভর্তির টাকা জমা দেয়ার রশিদ।
(ঘ) স্বাস্থ্য অধিদপ্তরের অধীন কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা ব্যবসায় ব্যবস্থাপনা ডিপ্লোমায় ভর্তি ও মাদ্রাসা বোর্ডের অধীনে ভর্তি হতে চাইলে ভর্তিচ্ছুদের ক্ষেত্রে “খ” এ বর্ণিত কাগজপত্র জমা দিতে হবে।
(চ) চাকুরি পেয়ে থাকলে নিয়োগ সংক্রান্ত প্রামান্য কাগজ পত্রের সত্যায়িত কপি এবং সুযোগপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।
(ছ) মেয়েদের বিবাহজনিত কারণে ভর্তি বাতিলের ক্ষেত্রে কাবিননামার সত্যায়িত ফটোকপি। বয়স ১৮ (আঠারো) হতে হবে। এসএসসি রেজিস্ট্রেশন কপি জমা দিতে হবে।
(জ) অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক কর্তৃক পরীক্ষায় অংশগ্রহণের প্রত্যয়নপত্র।
৩। ৬০০/- টাকা সোনালী সেবার (সোনালী ব্যাংক) মাধ্যমে সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা-এর অনুকূলে জমা দিতে হবে। ট্রেজারি চালান, নগদ টাকা,পোস্টাল অর্ডার গ্রহণ করা হবে না।
৪। মূল রেজি: কার্ড আবেদনপত্রের সাথে জমা দিতে হবে (চলতি শিক্ষাবর্ষ ব্যতীত)।
৫। ভর্তি বাতিলের ০১ (এক) মাসের মধ্যে নম্বরপত্র/সনদ উত্তোলন করতে হবে।
৬। অসম্পূর্ণ আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।
*** ভর্তি বাতিলের আবেদনপত্র ডাউনলোড করুন (Click Here)
বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের লিংক