যেসব সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারী ১৩-২০ গ্রেডে (মূল পদ গ্রেড) কর্মরত তাদের সন্তানদের ৬ষ্ঠ থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি’র আবেদন করতে পারবেন। এছাড়া সকল গ্রেডের যেসব কর্মচারীরা শারীরিকভাবে অক্ষম, অবসরপ্রাপ্ত অথবা মৃত সেসব কর্মচারীর ৯ম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নরত অনধিক ২ (দুই) সন্তানের জন্য ‘শিক্ষাবৃত্তি’র আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে লগোতে ক্লিক করুন। বিস্তারিত জানতে ও আবেদন করতে লোগোতে ক্লিক করুন।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছানুযায়ী ২০১২ সালে “ প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ” গঠন করা হয় । ট্রাস্ট ফান্ড থেকে স্কুল/ কলেজ/ মাদ্রাসা/ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে । উপবৃত্তি প্রাপ্তি বা আবেদনের শর্তাবলি ১. শিক্ষার্থীকে ডিগ্রী( পাস) অথবা ফাজিল বা সমমানের নিয়মিত শিক্ষার্থী হতে হবে । ২. শ্রেণিতে কমপক্ষে ৭৫% উপস্থিত থাকতে হবে । ৩. অভিভাবকের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে । অভিভাবক/ পিতা- মাতার মোট জমির পরিমাণ সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী ০. ০৫ শতাংশ এবং অন্যান্য এলাকায় ০.৭৫ শতাংশের কম জমি থাকতে হবে । কিভাবে আবেদন করবেন তার ভিডিও টিউটোরিয়াল এবং নিয়মাবলী লিংকে গেলেই পাবেন। লিংকের জন্য লোগোতে ক্লিক করুন।
আবেদনের পূর্বে নিচের তথ্যগুলো নিশ্চিত করে নিন। ১. পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ২. শিক্ষার্থীর পরিচিতি নম্বর ৩. জন্ম নিবন্ধন সনদ নম্বর ৪. আবেদনকারীর পিতা মাতার জাতীয় পরিচয়পত্র নম্বর ৫. পিতা মাতা না থাকলে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর ৬. মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান হয়ে থাকলে তার প্রমাণপত্র আপলোড করতে হবে। ৭. আবেদনকারীর পূর্বের শিক্ষার লেভেলের প্রমাণপত্র ৮. অভিভাবকের সহায়তা প্রাপ্তির কোন কার্ড থাকলে তার প্রমাণপত্র।
যেসব দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে চিকিৎসা অনুদান হিসেবে এককালীন ১০,০০০/- থেকে ৫০,০০০/- পর্যন্ত চিকিৎসা অনুদান হিসেবে প্রদান করা হচ্ছে। বিস্তারিত জানতে ও আবেদন করতে লোগোতে ক্লিক করুন।
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি-২০২৪ এর আলোকে ৬ষ্ঠ, ৯ম ও সমমানের শ্রেণিতে উপবৃত্তি প্রাপ্তির যোগ্য শিক্ষার্থী কিভাবে নির্বাচন করতে হবে এবং HSP MIS এ তথ্য এন্ট্রি সংক্রান্ত নিয়মাবলি। বিস্তারিত জানতে ও আবেদন করতে লোগোতে ক্লিক করুন।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করার জন্য শিক্ষা সহায়তা ট্রাস্ট ভর্তি সহায়তা প্রদান করে থাকে। বর্তমানে হাই স্কুল পর্যায়ে ৫,০০০ টাকা, কলেজ পর্যায়ে ৮,০০০ টাকা এবং অনার্স ও সমমান পর্যায়ে ১০,০০০ টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। বিস্তারিত জানতে ও আবেদন করতে লোগোতে ক্লিক করুন।
আবেদনের পূর্বে নির্দেশিকা পড়ে নিন। উচ্চ শিক্ষায় ফেলোশিপ ও বৃত্তি বাবদ পিএইচ.ডি. কোর্সে প্রতি মাসে ২৫০০০/- টাকা হারে ফেলোশিপ ও বৃত্তি প্রদান করা হচ্ছে।
আবেদনের পূর্বে ম্যানুয়াল পড়ুন: Click Here
বিজ্ঞপ্তি: Click Here
Ph.D. Application Click Here
Ph.D. Applicants Login Click Here