সুপ্রিয় পাঠকবৃন্দ
এডুকেশনলাইফে আপনাকে স্বাগতম!
আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আমরা সত্যিই আনন্দিত। আমরা আশা রাখি আপনি সারা জীবন আমাদের পাশে থাকবেন। তবে আমাদের পরিসেবাগুলো উপভোগ করার জন্য কিছু শর্তাবলী (Terms and Conditions) রয়েছে। আশা করি আমাদের নির্ধারিত শর্তাবলী স্বীকার করে আমাদের সাইটে ভিজিট করবেন। শর্তাবলীর নিবন্ধে আমরা educationlife24.com ওয়েবসাইট ব্যবহারের জন্য বিধি ও নিয়মগুলো বর্ণনা করেছি।
এই ওয়েবসাইট ব্যবহারের মধ্য দিয়ে আমরা ধরে নেই যে, আপনি আমাদের নিয়ম ও নীতিমালাগুলো মেনে নেবেন বা নিয়েছেন। সুতরাং আপনি যদি এই পেজে বর্ণিত সমস্ত শর্তাবলী গ্রহণ করতে সম্মত না হন, তাহলে educationlife24.com ওয়েবসাইট ব্যবহার করা বন্ধ করে দিন।
educationlife24.com ওয়েবসাইটের Resource File এর ব্যবহার
শিক্ষার্থীসহ সকল পেশার মানুষের কথা চিন্তা করে আমরা তাদের জন্য বিনামূল্যে PDF কিংবা WORD ফাইল, নোট, শীট এবং সাজেশন প্রকাশ করে থাকি। একজন শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক হিসেবে আপনি এই রিসোর্সগুলো সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন। তবে এগুলো কেবলমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য।
এডুকেশনলাইফ থেকে সংগ্রহ করা রিসোর্সগুলো নাম, লোগো এবং জলছাপ পরিবর্তন করে ব্যবহার করা সম্পূর্ণ অনৈতিক। আমরা কোনোভাবেই এমন কর্মকাণ্ডের অনুমতি দেই না। তাই এডুকেশনলাইফের PDF নোট, শীট এবং সাজেশন অপরিবর্তিত অবস্থায় ব্যবহার একান্ত কাম্য।
Software এবং APP এর ব্যবহার
সকল পেশার মানুষের কথা চিন্তা করে আমরা অসংখ্য কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল অ্যাপস সরবরাহ করে থাকি। আপনাদের কোন তথ্য লিক হওয়ার আশঙ্কা নেই। আমাদের লিস্টের বাইরে কোন কম্পিউটার সফটওয়্যার এবং মোবাইল অ্যাপস বা অন্য কোন সার্ভিসের প্রয়োজন হলে আমাদের Contact Us পেজে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আপনার আবদার মেটানোর জন্য। (ধন্যবাদ)
Educationlife24.com ব্যবহার করুন নিম্নলিখিত শর্ত সাপেক্ষে
১. এডুকেশনলাইফে প্রকাশ করা নিবন্ধগুলো আপনার সাধারণ তথ্য এবং কেবল ব্যবহারের জন্য। এগুলো আমরা কোন প্রকার নোটিশ ছাড়াই পরিবর্তন করার অধিকার রাখি।
২. এই ওয়েবসাইটে আপনার ব্যক্তিগত কোন তথ্য বা উপাত্ত সম্পূর্ণরূপে নিজ দায়িত্বে ব্যবহার করুন। এডুকেশনলাইফে সকলের জন্য দৃশ্যমান তথ্যে আপনার ব্যক্তিগত নিজ দায়িত্বে ব্যবহার করুন। এক্ষেত্রে আপনার তথ্যের অপব্যবহার হলে আমরা দায়বদ্ধ হব না।
৩. এডুকেশনলাইফে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের মালিকানাধীন। যেমন নিবন্ধ, ছবি, ভিডিও ইত্যাদি। কপিরাইট আইন অনুসারে অন্য এডুকেশনলাইফ থেকে নেয়া এই সকল উপাদানগুলো অন্য কোথাও ব্যবহার থেকে বিরত থাকুন।
৪. বিভিন্ন সময়ে এডুকেশনলাইফের বিভিন্ন নিবন্ধে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক অন্তর্ভুক্ত থাকতে পারে। এই লিঙ্কগুলো আরও তথ্যের জন্য আপনার সুবিধার জন্য সরবরাহ করা হয়। তবে তার মানে এই না যে, আমরা উক্ত ওয়েবসাইটের সকল কর্মকাণ্ড সমর্থন করি। লিঙ্কযুক্ত ওয়েবসাইট (গুলো) এর সামগ্রীর জন্য আমাদের কোনও দায়বদ্ধতা নেই।
সর্বোপরি এডুকেশনলাইফের সকল তথ্যবলী আপনার ব্যক্তিগত শিক্ষার জন্য ব্যবহার করুন। প্রাতিষ্ঠানিক কাজে কিংবা বাণিজ্যিক উদ্দ্যেশ্যে এডুকেশনলাইফের উপকরণগুলো পরিবর্তন কিংবা পরিমার্জন করার থেকে বিরত থাকুন। অর্থাৎ কোন প্রকার অনুমতি ব্যতীত এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও ব্যবহার বেআইনি।
আপনি অবশ্যই যা করবেন না
- এডুকেশনলাইফের নিবন্ধগুলো অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ
- এডুকেশনলাইফের ছবি বা ভিডিওগুলো অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ
- এডুকেশনলাইফের সকল উপকরণ বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার
এডুকেশনলাইফে প্রতিটি নিবন্ধে আমরা পাঠকের মতামত জানার ব্যবস্থা রাখি। আমরা অবশ্যই প্রতিটি মন্তব্য অতি গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করি। এক্ষেত্রে যে সকল মন্তব্য সামাজিক শিষ্টাচার লঙ্ঘনের কারণ হিসেব অনুমিত, অনুচিত বা আপত্তিকর বিবেচনা করা যেতে পারে এমন কোনও মন্তব্য মুছে ফেলার অধিকার আমরা সংরক্ষণ করি।
সর্বশেষ হালনাগাদ: ১৬ মার্চ, ২০২৪।